মঙ্গলবার (১৪ অক্টোবর, ২০২৫) বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
যুব ইউনিয়ন-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুর সভাপতিত্বে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে'র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর সভাপতি গৌতম শীল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অর্ণব সরকার, বাংলাদেশ হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষে অনন্ত ধামাই, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফয়েজ উল্লাহ, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহীন ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা হতে চট্টগ্রাম বন্দরের লালদিয়া, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ও বে টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায়, শাহবাগে 'বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন'-এর ব্যানারে প্রতিবাদ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উক্ত প্রতিবাদ সমাবেশ সফল করতে অপরাপর প্রগতিশীল ছাত্র, যুব, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ দেশের আপামর জনসাধারণকে যোগদানের আহ্বান জানানো হয়। একইসাথে দেশব্যাপী চট্টগ্রাম বন্দর রক্ষায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।



