শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

সংসদ সদস্যদের নিরাপত্তা জোরদার শ্রীলঙ্কায়

সংসদ সদস্যদের নিরাপত্তা জোরদার শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রত্যেক সংসদ সদস্যের নিরাপত্তায় ছয়জন পুলিশ সদস্য ও একজন উপপরিদর্শক (এসআই) নিয়োজিত থাকবেন।

অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভ হয়েছে গত কয়েক সপ্তাহে। এ বিক্ষোভকারীদের দাবির মুখে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছেন। এরপর তীব্র অসন্তোষের মুখে কলম্বো ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দায়িত্ব গ্রহণের পর সংসদ সদস্যদের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হলো।


মন্ত্রিসভার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর পুলিশের পক্ষ থেকে তালিকা করা হচ্ছে, কারা এই দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সংসদ সদস্যদের মধ্যে কারা এই নিরাপত্তা নিতে চান, তাঁদেরও তালিকা চাওয়া হয়েছে।

এর আগে গত সোমবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালান মাহিন্দা রাজাপক্ষের সমর্থকেরা। এ হামলার পর পাল্টা হামলা শুরু হয়। ওই সহিংসতার সময় এক সংসদ সদস্যের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হন এবং একজন আহত হন। এরপর সেই সংসদ সদস্য আত্মহত্যা করেন। পরে পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে দেশটির সেনাসদস্য ও পুলিশকে গুলি চালানোর অনুমতি দেওয়া হয়। তবে গত বুধবার থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে নিরাপত্তা বাহিনী।