সারাদেশে চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির আন্দোলনে সংহতি জানিয়ে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করেছে ‘নিপীড়নের বিরূদ্ধে শাহবাগ’।
১৯ আগস্ট বিকাল ৫টায় সাবেক ছাত্রনেতা আকরামুল হকের সভাপতিত্বে এবং যুবনেতা খান আসাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন লেখক ও প্রকাশক রবীন আহসান, যুব ইউনিয়ন নেতা মোজাহিদুল হক রিপন, চা শ্রমিকের সন্তান সরফরাজ সাজু, ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী মাহমুদা খা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, কৃষক নেতা শরিফুজ্জামান শরিফ, সিপিবির কেন্দ্রীয় নেতা ক্বাফী রতন প্রমুখ।
বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে এসে একজন চা শ্রমিকের দৈনিক মজুরী মাত্র ১২০ টাকা, যা অমানবিক। এতো অল্প টাকায় একজন মানুষের পক্ষেই জীবনধারণ করা সম্ভব নয়, সেখানে এই মজুরীতে চা শ্রমিককে সংসার চালাতে হচ্ছে।’ বক্তারা অবিলম্বে চা বাগানের মালিকদের শ্রমিকদের ৩০০ টাকা দৈনিক মজুরীর ন্যায্য দাবি মেনে নেবার আহ্বান জানান।