শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য রোববার প্রথম আলোয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চার পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সহকারী পরিচালক (অডিট)
    পদসংখ্যা:
    যোগ্যতা: বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর/এমবিএ (হিসাববিজ্ঞান/ফিন্যান্স) ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড থাকতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা/সমমানের প্রথম শ্রেণির পদে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সমমানের পদে কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

  • ২. পদের নাম: সহকারী পরিচালক (বিল ও ক্যাশ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর/এমবিএ (হিসাববিজ্ঞান/ফিন্যান্স) ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড থাকতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা/সমমানের প্রথম শ্রেণির পদে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা সহকারি হিসাবরক্ষণ কর্মকর্তা/সমমানের পদে কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

  • ৩. পদের নাম: সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: সাংবাদিকতা/গণযোগাযোগ বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিসহ জাতীয় দৈনিক পত্রিকায় চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম শ্রেণির জনসংযোগ কর্মকর্তা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/জাতীয় পর্যায়ের কোনো বৃহৎ প্রতিষ্ঠানে কমপক্ষে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

  • ৪. পদের নাম: বাস ড্রাইভার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস, তিন বছরের অভিজ্ঞতাসহ ভারী ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

  • ৫. পদের নাম: বাস হেলপার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

যেভাবে আবেদন
বিশ্ববিদ্যালয়ের আবেদনের নির্ধারিত ফরম এ ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের সত্যায়িত অনুলিপি ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি পাঠাতে হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

আবেদন ফি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জনতা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখায় প্রথম ৩টি পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং বাকি ২ পদের জন্য ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা।

আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২২