ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া শিল্পী ও তিন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম নিজ ফেসবুক পোস্টে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন।
মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি তার রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
তিনি পোস্টে লিখেছেন, “আমি একজন শিল্পী। কখনো রাজনীতি করিনি এবং এখন অবধি কোনো রাজনৈতিক উচ্চাশা পোষণ করি না। আমার পরিবারের কোনো সদস্যেরও কোনো ধরণের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। কেবল শিল্পী হিসেবে আমি জানি, একজন শিল্পীর সভ্যতা ও মানুষের প্রতি কিছু দায় রয়েছে।”
ফাহমিদা জানান, ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়া কেবল রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং সমাজ ও জাতির প্রতি শিল্পীর দায়বদ্ধতা থেকেই এসেছে। তিনি পোস্টে উল্লেখ করেছেন, “ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়া, এই বিশেষ পদটি বেছে নেওয়া এবং এরপরের সকল ঘটনা জাতির প্রতি শিল্পী হিসেবে আমার দায়বোধ থেকে পরিচালিত।”
নারী নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকদের, গণতান্ত্রিক ছাত্রসংগঠনগুলোর এবং নাগরিকসমাজের অবস্থানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি লিখেছেন, “কেবল আমি নই বরং সমাজের সর্বস্তরের নারীরা যে ধরনের নিপীড়নের মুখোমুখি হচ্ছেন তার বিরুদ্ধে শিক্ষক, গণতান্ত্রিক ছাত্রসংগঠন, নাগরিকসমাজ প্রতিবাদ করেছেন। তাদের প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকবো।”
ডাকসু নির্বাচনে তার প্রার্থিতা বহাল আছে জানিয়ে ফাহমিদা উল্লেখ করেছেন, তিনি ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক’ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার ব্যালট নম্বর ১০ এবং অবস্থান ৪ নম্বরে।