সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা ইয়াকুব হাসান সানি ও হল সংসদের নেতাকর্মীরা ।
শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচিতে উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমাজসেবা সম্পাদক ইয়াকুব হাসান সানি ও হলে সংসদের নেতাকর্মীরা।
এ সময় তিনি ইয়াকুব হাসান সানি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে আজীবন আপোষহীন ছিলেন। তাঁর কারামুক্তি দিবসে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা।