শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী শামীম হোসেনের জিডি

ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী শামীম হোসেনের জিডি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন (২৩) নিরাপত্তাহীনতা ও সম্ভাব্য হামলার আশঙ্কা উল্লেখ করে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।শনিবার রাতে জিডির বিষয়টি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেন।শামীম হোসেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী এবং ইংরেজি বিভাগের ছাত্র।জিডিতে শামীম হোসেন উল্লেখ করেন, ভিপি প্রার্থী হিসেবে তার মূল প্রচারণার অঙ্গীকার হলো শিক্ষার্থীদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠনের বাইরে গিয়ে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসবে।

তিনি বলেন, এই ধারণাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। গত ২৮ আগস্ট সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানকালে অনলাইন ও অফলাইনে তাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ব্যক্তিগতভাবেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।

ভিপি প্রার্থী শামীম দাবি করেন, এসব প্রপাগান্ডার কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় তিনি মানসিক চাপে আছেন এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।