ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন (২৩) নিরাপত্তাহীনতা ও সম্ভাব্য হামলার আশঙ্কা উল্লেখ করে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।শনিবার রাতে জিডির বিষয়টি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেন।শামীম হোসেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী এবং ইংরেজি বিভাগের ছাত্র।জিডিতে শামীম হোসেন উল্লেখ করেন, ভিপি প্রার্থী হিসেবে তার মূল প্রচারণার অঙ্গীকার হলো শিক্ষার্থীদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠনের বাইরে গিয়ে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসবে।
তিনি বলেন, এই ধারণাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। গত ২৮ আগস্ট সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানকালে অনলাইন ও অফলাইনে তাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ব্যক্তিগতভাবেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।
ভিপি প্রার্থী শামীম দাবি করেন, এসব প্রপাগান্ডার কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় তিনি মানসিক চাপে আছেন এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।