শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেছে। মঙ্গলবার (১৭ মে) পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট গ্রহণ হয়। তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন দেয় প্রধান বিরোধীদল সামাগি জানা বেলাওয়েগায়া। এর বিরোধীতা করে ক্ষমতাসীন দল পদুজানা পেরামুনা ও নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের ভূমিকার প্রতিবাদে শ্রীলঙ্কায় মাসখানেকেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হলেও সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকরা কলম্বোর একটি বিক্ষোভকেন্দ্রে হামলা চালালে পরিস্থিতি বদলে যায়।
এরপর সরকার সমর্থক ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ৯ জন নিহত হয়।
দেশের এই অবস্থার জন্য শ্রীলঙ্কার বেশিরভাগ নাগরিক প্রেসিডেন্ট রাজপাকসে এবং তার পরিবারকে দায়ী করেন। তারা তার পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।