শিরোনাম
অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের গণমিছিল

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের গণমিছিল

১৮ মে ২০২২, বুধবার, সকাল ১১টায় ঢাকার বেড়িবাঁধস্থ শ্মশান ঘাট লোহার ব্রিজ হতে সোয়ারিঘাট হয়ে সেকশন রনি মার্কেট পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের গণমিছিল অনুষ্ঠিত হয়।
 লোহার ব্রিজে মিছিলপূর্ব সমাবেশে আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, রাগীব আহসান মুন্না, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আখতার হোসেন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মৃধা, কেন্দ্রীয় সংগঠক লিটন নন্দী, মোহাম্মদ আরিফ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মহামান্য আদালত  মহাসড়ক ব্যতিত সকল সড়কে ব্যাটারিচালিত তিন চাকার যানবাহন (থ্রি-হুইলার) চলতে পারবে বলে আদেশ দিয়েছে। আদালতের আদেশসহ সকল আইন সঠিকভাবে কার্যকর ও বাস্তবায়ন করার জন্য জনগণের ট্যাক্সের টাকায় আইন শৃংখলা রক্ষা বাহিনীকে রাষ্ট্র নিয়োগ দিয়েছে। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী লুটপাটের স্বার্থে আদালতের আদেশ অমান্য করে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করেছে।
বক্তারা আরও বলেন, এই সরকার বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে আজ পুলিশি আতঙ্ক ছড়িয়ে রেখেছে। শুধু জেল-জুলুম-নির্যাতন-ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আতঙ্কই শুধু নয়, আজ পুলিশের চাঁদাবাজী ও পকেট ভরতে বেআইনিভাবে যানবাহন আটকের আতঙ্কে ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকরা আজ দিশেহারা। ট্রাফিক পুলিশের ধাওয়ায় আতঙ্কিত শ্রমিক তার পরিবহন নিয়ে পালানোর চেষ্টার সময় সংগঠিত দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর দায় আদালতের আদেশ অমান্য করে আতঙ্ক তৈরিকারী ট্রাফিক পুলিশকেই নিতে হবে।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন ব্যয় বৃদ্ধি পেয়েছে। নিম্নআয়ের শ্রমজীবী মানুষ আজ এই ব্যয় নির্বাহ করতে তার স্কুল পড়ুয়া সন্তানকে স্কুল ছাড়িয়ে এনে কাজে পাঠাচ্ছে। ফলে দেশে আজ শিশু শ্রমিকের হার বেড়ে চলেছে। শিশুদের মানবেতর জীবনের পথে ঠেলে দিতে বাধ্য করছে এই রাষ্ট্র। সরকার মানুষের জীবিকার আয় বৃদ্ধির ব্যবস্থা না করে ব্যয় বৃদ্ধির ব্যবস্থার মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। সমাবেশে বক্তারা অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ, ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ করে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন, পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রস্তাবিত নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবি জানান। 
সমাবেশ পরবর্তী মিছিল শ্মশান ঘাট লোহার ব্রিজ হতে সোয়ারিঘাট পুলিশ বক্স হয়ে সেকশন রনি মার্কেট এলাকায় এসে শেষ হয়। 

সংবাদ বিজ্ঞপ্তি