শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

কৃষিখাতে ৪০% বরাদ্দের দাবিতে কৃষক ফ্রন্টের সমাবেশ

কৃষিখাতে ৪০% বরাদ্দের দাবিতে কৃষক ফ্রন্টের সমাবেশ

আসন্ন বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষিখাতে বরাদ্দ, ফসলের লাভজনক দাম ও গ্রামীণ রেশনিংসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক ফ্রন্টের সমাবেশ, কমিটি পরিচিতি ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষিখাতে বরাদ্দ; ধানসহ ফসলের লাভজনক দাম ও আর্মি রেটে গ্রামীন রেশনিং চালুসহ ১২ দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১ জুন'২২ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল সহকারে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটি ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। আরো বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সহকারি সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন, কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, শফিউর রহমান, আদিবাসী নেতা রবিউল টুডু। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ। সমাবেশ পরিচালনা করেন কৃষক ফ্রন্টের দপ্তর সম্পাদক নিখিল দাস। সমাবেশ শুরুর আগে গণসঙ্গীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র কুষ্টিয়া জেলার সংগঠক আব্দুল মান্নান। সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে মিছিল শুরু হয়ে তোপখানা রোড, পুরানা পল্টন, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান ঘুরে সচিবালয়ের গেটে পুলিশী বাধার মুখে পড়ে এবং সংগঠনের নবনির্বাচিত সহসভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহকারী সাধারণ সম্পাদক নিখিল দাস, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সচিবকে স্মারকলিপি প্রদান করেন।