শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

সিলেট, সুনামগঞ্জসহ বন্যাদুর্গত এলাকাগুলোতে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণার দাবি ছাত্র ইউনিয়নের

সিলেট, সুনামগঞ্জসহ বন্যাদুর্গত এলাকাগুলোতে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণার দাবি ছাত্র ইউনিয়নের

গত ১৬ জুন, ২০২২ হতে সিলেট এবং সুনামগঞ্জ জেলা দ্বিতীয় দফা বন্যার শিকার হয়েছে। পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে জেলা দুটির অধিকাংশ অঞ্চল এখন পানির নিচে। জনগণ পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করছে। প্লাবিত অঞ্চলগুলোয়ে বিদ্যুৎ সরবরাহ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। অনিশ্চয়তায় দিন পাড় করছে সেখানকার মানুষজন। এছাড়াও কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, নেত্রকোনার বিভিন্ন অঞ্চলের লাখো পানিবন্দী।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বন্যাকবলিত এলাকাগুলোতে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করে দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, "বিভিন্ন এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটালেও এখন পর্যন্ত প্রশাসন থেকে আমরা কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই। বন্যা কবলিত এলাকাগুলোয় উদ্ধার কার্যক্রম পরিচালনা, মানবিক সহায়তা প্রেরণ ইত্যাদি কার্যক্রমে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। পানিবন্দী মানুষগুলো হাহাকার, আকুতি ওনাদের কানে পৌঁছাচ্ছে না। আমরা অতিদ্রুত বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম পরিচালনা, মানুষ এবং বিভিন্ন প্রাণিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি। খাবার, বিশুদ্ধ খাবার পানি যতদ্রুত সম্ভব এলাকাগুলোয় পাঠাবোর ব্যাপারে প্রশাসনকে তৎপর হতে হবে। নামকাওয়াস্তে ত্রাণ কার্যক্রম পরিচালনা না করে মানুষের উপকারে যেন ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় সে ব্যাপারেও নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি।"

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বন্যাদুর্গত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে হটলাইন সেবা চালু করেছে, এছাড়াও সংগঠনের উদ্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষকে গণতহবিলে অর্থপ্রদানের জন্য আহ্বান জানাচ্ছে।