শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

সিলেট, সুনামগঞ্জসহ বন্যাদুর্গত এলাকাগুলোতে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণার দাবি ছাত্র ইউনিয়নের

সিলেট, সুনামগঞ্জসহ বন্যাদুর্গত এলাকাগুলোতে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণার দাবি ছাত্র ইউনিয়নের

গত ১৬ জুন, ২০২২ হতে সিলেট এবং সুনামগঞ্জ জেলা দ্বিতীয় দফা বন্যার শিকার হয়েছে। পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে জেলা দুটির অধিকাংশ অঞ্চল এখন পানির নিচে। জনগণ পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করছে। প্লাবিত অঞ্চলগুলোয়ে বিদ্যুৎ সরবরাহ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। অনিশ্চয়তায় দিন পাড় করছে সেখানকার মানুষজন। এছাড়াও কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, নেত্রকোনার বিভিন্ন অঞ্চলের লাখো পানিবন্দী।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বন্যাকবলিত এলাকাগুলোতে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করে দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, "বিভিন্ন এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটালেও এখন পর্যন্ত প্রশাসন থেকে আমরা কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই। বন্যা কবলিত এলাকাগুলোয় উদ্ধার কার্যক্রম পরিচালনা, মানবিক সহায়তা প্রেরণ ইত্যাদি কার্যক্রমে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। পানিবন্দী মানুষগুলো হাহাকার, আকুতি ওনাদের কানে পৌঁছাচ্ছে না। আমরা অতিদ্রুত বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম পরিচালনা, মানুষ এবং বিভিন্ন প্রাণিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি। খাবার, বিশুদ্ধ খাবার পানি যতদ্রুত সম্ভব এলাকাগুলোয় পাঠাবোর ব্যাপারে প্রশাসনকে তৎপর হতে হবে। নামকাওয়াস্তে ত্রাণ কার্যক্রম পরিচালনা না করে মানুষের উপকারে যেন ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় সে ব্যাপারেও নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি।"

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বন্যাদুর্গত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে হটলাইন সেবা চালু করেছে, এছাড়াও সংগঠনের উদ্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষকে গণতহবিলে অর্থপ্রদানের জন্য আহ্বান জানাচ্ছে।