ইভিএম এর কারিগরী ও ভোটদান বিষয়ে মতবিনিময় সভায় যোগদানে বাসদ-এর অপারগতা প্রকাশ

ইভিএম এর কারিগরী ও ভোটদান বিষয়ে মতবিনিময় সভায় যোগদানে বাসদ-এর অপারগতা প্রকাশ

ইভিএম এর কারিগরী ও ভোটদান বিষয়ে ২৮ জুন ২০২২ বিকেল ৩:৩০ মি: মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন থেকে আমাদের দল বাসদকে চিঠি দেয়া হয়েছিল। গত ২১ জুন বাসদ অফিসে সেই চিঠি পোঁছায়। কিন্তু নির্বাচন কমিশনের আমন্ত্রণে গত ২০১৭ সালের ৫ অক্টোবর ও ২০১১ সালের ২৭ জুন তারিখে তৎকালীন কমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে লিখিতভাবে এবং মৌখিকভাবে বেশ কিছু প্রস্তাব বাসদের পক্ষ থেকে দেয়া হয়েছিল। কমিশন বাসদের প্রস্তাব ও মতামত মনযোগ দিয়ে শুনেছিলেন এবং বাস্তবায়নের জন্য বিবেচনার আস্বাসও দিয়েছিলেন। পরবর্তীতে কোন কিছুই বাস্তবায়ন করতে দেখা যায়নি। কিন্তু কেন কোন কারণে আমাদের প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়নি তা আমাদেরকে জানানোর ন্যূনতম সৌজন্যটুকুও কমিশন দেখায় নি। আমাদের দল মনে করে নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন, নির্বাচনী পরিবেশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা অর্জন ছাড়া যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব না তা দেশের জনগণ গত ১১টি নির্বাচনে প্রত্যক্ষ করেছে। বর্তমান কমিশনও যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর ভ‚মিকা রাখতে পারবেনা তার কিছু লক্ষণ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে লক্ষ্য করা গেছে।

আমরা মনে করি বিগত ২০১৭ ও ২০১১ সালে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছিল তা আজও প্রাসঙ্গিক। ফলে কমিশনের সাথে মতবিনিময় করতে গিয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করার কোন অর্থ হয়না বিধায় আমরা আগামী ২৮ জুনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করছিনা। কিন্তু বর্তমান কমিশনের বিবেচনার সুবিধার্থে পুনরায় বিগত দিনের প্রস্তাবগুলো, পত্রের সাথে কমিশনে প্রেরণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি