ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার দাবীতে বাম ঐক্যের বিক্ষোভ

ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার দাবীতে বাম ঐক্যের বিক্ষোভ

৩ জুলাই সকাল ১১ টায় গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয় ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, প্রগতিশীল গনতান্ত্রিক দল (চউচ) এর মহাসচিব কমরেড হারুন আল রশিদ খাঁন।

বক্তারা বলেন ঈদুল আজহা আসলে দেখায়া যায় মালিকরা কে কতো বেশিটাকায় গরু ক্রয় করবেন তার প্রতিযোগিতা হয় অথচ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হয়না। এবার ঈদের আগে বেতন বোনাস পরিশোধ না করা হলে কঠোর আন্দোলন করা হবে। 

বক্তারা আরও বলেন, ঈদুল আজহার ছুটিতে কয়েকশত রাস্তয় দূর্ঘটনা ঘটেছে এবং মারা গিয়েছেন কয়েকশত মানুষ। এবার ঈদুল আজহায় আমরা কোন দূর্ঘটনা দেখতে চাইনা।

ঈদুল আজহা ( কুরবানী)  উপলক্ষে কৃষকের পালিত পশুর ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চিত করার এবং পালিত পশুরর বাজারজাত করণে চাঁদাবাজি বন্ধ করার দাবীও জানানো হয় সমাবেশ থেকে।

সংবাদ বিজ্ঞপ্তি