শিরোনাম
অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র

ফিলিস্তিনে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে বাসদ (মার্কসবাদী)-র বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

ফিলিস্তিনে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে বাসদ (মার্কসবাদী)-র বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান আক্রমণের প্রতিবাদে 'বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)' এর উদ্যোগে আজ বিকাল ৩টা ৩০ মিনিটে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল পরবর্তীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কুশ প্ত্তুলিকা দাহ করা হয়।

কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানার সভাপতিত্বে ও সদস্য কমরেড রাশেদ শাহরিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, "ইসরায়েল যুদ্ধের সকল নিয়ম ভঙ্গ করে হাসপাতাল, শরণার্থী শিবিরে হামলা করছে, সাধারণ নাগরিকদের বাসস্থানে তো করছেই। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এটা একটা যুদ্ধাপরাধ। এই সংকটের একটাই সমাধান- ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদের দখল করা জায়গা ফিরিয়ে দিতে হবে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের স্বদেশে ফেরার অধিকার দিতে হবে।”

বক্তারা আরো বলেন,"আজ সাম্রাজ্যবাদী আমেরিকার সমর্থনের কারণেই ইসরায়েল এতখানি নৃশংস হতে পারছে। মার্কিন সাম্রাজ্যবাদ তার স্বার্থের জন্য দেশে দেশে সহিংসতা ও গণহত্যা ঘটিয়েছে। আমাদের এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হবে।"

বক্তারা এ সময়ে জাতিসংঘের নিশ্চুপ ভূমিকার নিন্দা করেন। বিশ্বের সকল দেশকে এ নিয়ে সরব হওয়ার আহবান জানান। তারা বাংলাদেশ সরকারের ভূমিকারও সমালোচনা করেন। সাম্রাজ্যবাদকে তোষণ করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেই ব্যস্ত বাংলাদেশ সরকার। ফলে সে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার নয়।