শিরোনাম
মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের মূল ভিত্তির উপর আঘাতকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দের শোক সমাবেশ কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা

মিরনজিল্লা হরিজন পল্লী হামলার নিন্দা বাম গণতান্ত্রিক জোটের

মিরনজিল্লা হরিজন পল্লী হামলার নিন্দা  বাম গণতান্ত্রিক জোটের

 

মিরনজিল্লা হরিজন পল্লীতে হামলার নিন্দা জানিয়েছে  বাম গণতান্ত্রিক জোট  । গতকাল সন্ধ্যায় বাম গনতান্ত্রিক জোটের পরিচালনা কমিটির এ সংক্রান্ত একটি  বিবৃতিতে দেন।  বিবৃতিতে বংশাল রোডের মিরনজিল্লা হরিজন পল্লীতে স্থানীয় কমিশনারের নেতৃত্বে ও পুলিশের উপস্থিতিতে হামলার নিন্দা জানিয়ে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা শিশু, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী  বিবৃতিতে হরিজন পল্লীতে দফায় দফায় হামলা, ভাংচুর ও আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, শত শত বছর ধরে বসবাসরত হরিজনদের উচ্ছেদ করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। হাই কোর্টের নির্দেশনা থাকার পরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন বরাদ্দ দেয়ার নামে উচ্ছেদ তৎপরতা উদ্দেশ্যমুলক। ওয়ার্ড কমিশনারের পাঠানো হামলাকারি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করে নেতৃবৃন্দ বলেন, মিরনজিল্লার হরিজন সম্প্রদায়ের নেতাদের সাথে আলোচনা না করে কোন ধরনের বরাদ্দ বা উচ্ছেদ তৎপরতা পরিস্থিতির অবনতি ঘটাবে। এ ধরনের হামলা ও উচ্ছেদ তৎপরতা বন্ধ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।