শিরোনাম
অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র

পশ্চিম তীরে ‘ইসরায়েলি বাহিনীর গুলিতে’ আল জাজিরার সাংবাদিক নিহত

পশ্চিম তীরে ‘ইসরায়েলি বাহিনীর গুলিতে’ আল জাজিরার সাংবাদিক নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদ চ্যানেলটি জানিয়েছে।

বুধবার শিরিন আবু আকলিহ নামের ওই সাংবাদিক নিহত হন।

কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী বলছে, আল জাজিরার ওই সাংবাদিক সম্ভবত ফিলিস্তিনিদের গুলিতে নিহত হয়েছেন। সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক সংঘর্ষ চলছে বলেও জানিয়েছে তারা।

ফিলিস্তিনের এক কর্মকর্তা বলেছেন, শিরিন আবু আকলিহ জেনিন শহরে সেনা অভিযান নিয়ে প্রতিবেদন পাঠানোর সময় ইসরায়েলি বাহিনীর হাতে ‘খুন’ হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সহিংসতা বেড়ে যাওয়ায় সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী জেনিনে অভিযান জোরদার করেছে।  

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আবু আকলিহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আরেক সাংবাদিক আলি সামুদি আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

পরে এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, জেনিনে অভিযানে গিয়ে তাদের সেনারা ব্যাপক গুলির মুখে পড়লে পাল্টা গুলি চালায় তারা।

“ওই প্রতিবেদক সম্ভবত ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন, ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে,” বিবৃতিতে এমনটিই বলেছে তারা।