শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

রুশ নৌবাহিনীর জাহাজে হামলার দাবি ইউক্রেনের

রুশ নৌবাহিনীর জাহাজে হামলার দাবি ইউক্রেনের

কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর আরও একটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। খবর রয়টার্সের।

 ইউক্রেনের দাবি, হামলার পর রুশ নৌবাহিনীর রসদবাহী জাহাজটিতে আগুন ধরে যায়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

 দক্ষিণ ইউক্রেনের ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাৎচুক বলেন, রুশ নৌবাহিনীর ভেসেভোলদ ববরভ নামের জাহাজটি স্নেক আইল্যান্ডের কাছে অবস্থান করছিল। স্নেক আইল্যান্ডটি রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের সামুদ্রিক জলসীমার কাছে অবস্থিত।

ব্রাৎচুক আরও বলেন, ‘আমাদের নৌবাহিনীর নাবিকদের এই কাজের (হামলা) জন্য ধন্যবাদ। হামলায় সহায়ক জাহাজ ভেসেভোলদ ববরভে আগুন ধরে যায়। এটি রুশ নৌবহরের নতুন জাহাজগুলোর একটি।’

ইউক্রেনের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে জানতে চাইলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।

স্নেক আইল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। এতে উভয় পক্ষ পরস্পরের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে আসছে। তবে তাদের দাবির সত্যতা যাচাই করা যায়নি।

গত মাসে রুশ বাহিনীর কৃষ্ণসাগর নৌবহরের প্রধান যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যায়। যুদ্ধজাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ইউক্রেন। মস্কভা হারানোর ঘটনাকে রাশিয়ার জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। অরিক্স নামের একটি পোর্টালের বরাত দিয়ে কয়েক দিন আগে বিবিসি জানায়, ইউক্রেন যুদ্ধে ছয়টি যুদ্ধজাহাজ ও বোট হারিয়েছে রাশিয়া।

ইউক্রেনে রুশ হামলার মধ্যে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোয় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেন। এই দুই দেশের সিদ্ধান্তে চটেছে রাশিয়া। মস্কো বলেছে, এটা তাদের জন্য হুমকি। সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দিলে তারা জবাব দিতে প্রস্তুত।