শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

সপ্তাহজুড়েই গরম ও বৃষ্টি থাকবে

সপ্তাহজুড়েই গরম ও বৃষ্টি থাকবে

রোদের তাপ নেই, আকাশজুড়ে মেঘ। কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে, তবে গরম তেমন কমেনি। আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয়বাষ্প থাকায় গরম অনুভূত হচ্ছে। এ ছাড়া সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনাও আছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ রোববার এক পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী তিন দিন বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে।


গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহী বিভাগে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। এ ছাড়া রংপুরের রাজারহাটে সর্বোচ্চ ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিনে তাপমাত্রা বাড়বে এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই।


আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানান, সপ্তাহজুড়ে গরম ও বৃষ্টির সম্ভাবনা আছে।আকাশ মেঘলা এবং বাতাস প্রবাহিত হলে গরম অনুভূত হচ্ছে। কারণ, বঙ্গোপসাগর থেকে বাতাসের সঙ্গে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। ফলে আর্দ্রতা বাড়ছে, যা গরমও বাড়িয়ে দিচ্ছে। তিনি জানান, এপ্রিল-মে মাসের আবহাওয়ার ধরণটাই এ রকম—অল্প সময় বৃষ্টি হবে এবং ওই টুকু সময়ই স্বস্তি অনুভূত হবে।