সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ জাফরের তৃতীয় মৃত্যুবার্ষিকী

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ জাফরের তৃতীয় মৃত্যুবার্ষিকী

২৯ মে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের ২৯ মে তিনি অকাল প্রয়াত হন।

কমরেড সৈয়দ আবু জাফর আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে কমরেড সৈয়দ জাফরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড সৈয়দ আবু জাফর আহমদ আদর্শ ও নীতির প্রশ্নে ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও সজ্জন ব্যক্তিত্বের অধিকারী। রাজনৈতিক প্রজ্ঞা ও চারিত্রিক দৃঢ়তার কারণে পার্টির নীতি-আদর্শ ও রাজনৈতিক লাইন বাস্তবায়নের ক্ষেত্রে তিনি ছিলেন অভিজ্ঞ ও সকলের কাছে গ্রহণযোগ্য একজন রাজনৈতিক নেতা। বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তিবলয় গড়ে তোলার কাজে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিলোপবাদীদের পার্টি ধ্বংসের অপচেষ্টা রুখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্বাধীন দেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছেন। তেল-গ্যাস জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ছাত্র আন্দোলন, ক্ষেতমজুর আন্দোলন ও সাংস্কৃতিক আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের সন্তান হিসেবে মেহনতি, নিপীড়িত চা শ্রমিকদের শোষণমুক্তির লড়াইয়ে ছাত্রজীবন থেকেই তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। রাজনীতির পাশাপাশি এক সময় সাংবাদিক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সাপ্তাহিক ‘মনুবার্তা’ পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর লেখা ছিল রাজনৈতিক দিকনির্দেশনায় সমৃদ্ধ।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, আদর্শহীনতার বিপরীতে কমরেড সৈয়দ আবু জাফর আহমদ সততা, আদর্শনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। আমাদের বিপ্লবী লড়াইয়ে তিনি প্রেরণার উৎস হয়ে থাকবেন। তাঁর বিপ্লবী জীবন থেকে নতুন প্রজন্মের বিপ্লবীদের শিক্ষা গ্রহণ করতে হবে।

 

কমরেড সৈয়দ জাফরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সিপিবির কেন্দ্রীয় কর্মসূচি

কমরেড সৈয়দ আবু জাফর আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আগামীকাল ২৯ মে বিকাল ৫ টায় মুক্তিভবনস্থ মৈত্রী মিলনায়তনে প্রয়াত কমরেড সৈয়দ আবু জাফরের স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সকলকে এই স্মরণসভায় উপস্থিত থাকার জন্য পার্টির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।