শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি যুব ইউনিয়নের

বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি যুব ইউনিয়নের

বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে দুর্নীতি-অর্থপাচার-দুঃশাসন রুখো, ভোটাধিকারের সংগ্রাম জোরদার করার আহ্বানে বাংলাদেশ যুব ইউনিয়নের ৯ দফা দাবীতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে আজ ১ মার্চ ২০২৪, শুক্রবার, বিকাল ৪.৩০টায় পল্টন মোড়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহীন ভূইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইরান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

সমাবেশে যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, এ বছর আমাদের প্রিয় বাংলাদেশের মহান স্বাধীনতার ৫২ বছর উদযাপিত হচ্ছে। আজও দেশের ১ কোটি ১০ লক্ষ প্রাতিষ্ঠানিক শ্রমিক, ২ কোটি ৩০ লক্ষ কৃষি শ্রমিক এবং আরও প্রায় তিন কোটি ২০ লক্ষ অন্যান্য পেশার শ্রমজীবী মানুষের কারোর জন্যই রাষ্ট্রীয়ভাবে আর্থিক সামাজিক বা স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত হয়নি। সাধারণ মানুষ ক্রমে আরো নিঃস্ব হচ্ছে। দেশের ৩%  লুটেরা ধনির বিপরীতে ৯৭ %সাধারণ মানুষ। দেশের এক চতুর্থাংশ কর্মক্ষম মানুষের পূণ্যকালীন কাজের ব্যবস্থা নেই। সরকারি চাকরিতে চার লক্ষ ৬৯ হাজার ৪৫১ জন শূন্য পদ রয়েছে। দেশের উচ্চশিক্ষিত যুবদের ৪৭% কাজ নেই। বাংলাদেশ ব্যাংক বলছে দেশের ৭২% মানুষের আয় কমেছে। সরকারের একতরফা আমি-ডামির নির্বাচনের মাধ্যমে দেশে দুর্নীতি-ব্যাংক লুট-রাষ্ট্রীয় সম্পদের অবাধ লুণ্ঠনে করণে আজ শিল্প- কারখানা হচ্ছে না। ফলে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে না। কর্মসংস্থান নিশ্চিত করতে যুব আন্দোলন গড়ে তুলতে যুবকদের প্রতি আহ্বান জানান।

সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে জনজীবনের সংকট আরও তীব্র হয়েছে। বিগত ৩টি সাধারণ নির্বাচনে দেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি। সরকার ঘনিষ্ঠ লুটেরা শ্রেণি বিদেশে অর্থপাচারের যেন উৎসব শুরু হয়েছে। বিভিন্ন সংস্থার মতে প্রতি বছর বিদেশে অর্থ পাচারের পরিমান প্রায় ৮০ হাজার কোটি টাকা। দেশের অর্থ লুট করে এই সরকার ঘনিষ্ঠ লুটেরা শ্রেণি বিদেশে গড়ে তুলেছে বেগমপাড়া। এমন অবস্থায় লাগামহীন দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, লুটপাটসহ বর্তমান স্বৈরাচারী সরকারের দুঃশাসন রুখে দিয়ে দেশের বিপুল পরিমাণ কর্মহীন যুবদের ঐক্যবদ্ধ করে কর্মসংস্থানের ৯ দফা ও ভোটাধিকারের দাবিতে আন্দোলন গড়ে তোলা ছাড়া এই দেশের জনতার মুক্তির আর কোন বিকল্প পথ নেই।