শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

যুব ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যুব ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ মার্চ ২০২৪, শুক্রবার রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে দিনব্যাপী বাংলাদেশ যুব ইউনিয়নের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্র সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা প্রথম পর্বে সংগঠন ও নেতৃত্ব বিষয়ে আলোচনা করেন,  সংগঠনের সাবেক প্রেসিডিয়াম সদস্য বিকাশ সাহা। দ্বিতীয় পর্বে আলোচনা করেন মার্কসবাদী তাত্ত্বিক গবেষক, লেখক, অনুবাদক জাবেদ হুসেন আলোচনা করেন মার্কস ও লেনিনের দৃষ্টিতে যুব আন্দোলন ও যুব সংগঠনের সংগ্রাম প্রসঙ্গে। প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালাতে যুব সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের কার্যকরী উপায় নিয়ে আলোচনা করা হয়।

যুব বেকারত্ব নিরসনে যুব গণসংগঠনের করণীয় সম্বন্ধে আলোচনা করতে আলোচকবৃন্দ বলেন, আদর্শিক দিক থেকে ঐক্যবদ্ধ এবং সংগঠিত একটি যুব সংগঠনের পক্ষেই কেবল সম্ভব বাংলাদেশে কার্যকরী যুব আন্দোলন গড়ে তোলা। কার্যকর যুব আন্দোলন ছাড়া বাংলাদেশের মতো উন্নয়নশীন দেশে বেকারত্ব বিলোপ ও সকলের জন্য  কর্মসংস্থান নিশ্চিত করা অসম্ভব।