১ মার্চ ২০২৪, শুক্রবার রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে দিনব্যাপী বাংলাদেশ যুব ইউনিয়নের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্র সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা প্রথম পর্বে সংগঠন ও নেতৃত্ব বিষয়ে আলোচনা করেন, সংগঠনের সাবেক প্রেসিডিয়াম সদস্য বিকাশ সাহা। দ্বিতীয় পর্বে আলোচনা করেন মার্কসবাদী তাত্ত্বিক গবেষক, লেখক, অনুবাদক জাবেদ হুসেন আলোচনা করেন মার্কস ও লেনিনের দৃষ্টিতে যুব আন্দোলন ও যুব সংগঠনের সংগ্রাম প্রসঙ্গে। প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালাতে যুব সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের কার্যকরী উপায় নিয়ে আলোচনা করা হয়।
যুব বেকারত্ব নিরসনে যুব গণসংগঠনের করণীয় সম্বন্ধে আলোচনা করতে আলোচকবৃন্দ বলেন, আদর্শিক দিক থেকে ঐক্যবদ্ধ এবং সংগঠিত একটি যুব সংগঠনের পক্ষেই কেবল সম্ভব বাংলাদেশে কার্যকরী যুব আন্দোলন গড়ে তোলা। কার্যকর যুব আন্দোলন ছাড়া বাংলাদেশের মতো উন্নয়নশীন দেশে বেকারত্ব বিলোপ ও সকলের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা অসম্ভব।