শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে নেপালের সেনাবাহিনী

নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে নেপালের সেনাবাহিনী

নেপালের সেনাবাহিনী সোমবার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। বিমানটি ২২ আরোহী নিয়ে রোববার বিধ্বস্ত হয়।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানান, উদ্ধারকারী একটি দল বিমান যেখানে বিধ্বস্ত হয়েছে সে জায়গাটি খুঁজে পেয়েছে। বিস্তারিত জানার জন্য অতিরিক্ত দল যাচ্ছে সেখানে।

তিনি টুইটারে যে ছবি শেয়ার করেছেন তাতে বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া ছবিতে বিমানের রেজিস্ট্রিকৃত নম্বর ৯এন-এইটি ভেঙে যাওয়া পাখার অংশে স্পষ্টভাবে দেখা গেছে।

এয়ারলাইন মুখপাত্র সুদর্শন বরতৌলা জানান, নেপালি ক্যারিয়ার তারা এয়ারের বিমানটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে দুজন জার্মান, চারজন ভারতীয় এবং বাদ বাকিরা নেপালী।

এয়ারলাইন সূত্রে বলা হয়েছে, বিমানটি রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে জমসনের উদ্দেশ্যে পশ্চিমাঞ্চলীয় পোখারা শহর থেকে যাত্রা করে। কিন্তু ১৫ মিনিটের মধ্যে এয়ার ট্রাফিকের সাথে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজধানী কাঠমান্ডু থেকে ২শ’ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জমসম হিমালয় আরোহীদের জন্য একটি জনপ্রিয় ট্রেকিং গন্তব্য। পোখারা থেকে বিমানে করে জমসম যেতে ২০ মিনিট সময় লাগে।