শিরোনাম
অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র

কোভিড-১৯

সাংহাইয়ের লকডাউন শিথিল

দুই মাসের কঠোর লকডাউনে নিয়ন্ত্রণে করোনা


সাংহাইয়ের লকডাউন শিথিল

চীনের অর্থনৈতিক প্রাণকেন্দ্র, বিশ্বের অন্যতম বাণিজ্যিক হাব সাংহাইয়ে দুই মাসের টানা লকডাউনের পর কোভিড বিধিনিষেধ শিথিল হয়েছে।

আড়াই কোটি বাসিন্দার শহরটিতে স্থানীয় সময় বুধবার প্রথম প্রহর থেকে লকডাউনের নিয়মকানুন শিথিল হওয়ায় বেশিরভাগ মানুষই এখন অবাধে চলাচলের সুযোগ পাচ্ছেন।

তবে শহরটির সাড়ে ৬ লাখ বাসিন্দাকে আরও কিছুদিন ঘরবন্দি থাকতে হবে।

বিধিনিষেধ শিথিল হলেও চীনের ‘শূন্য কোভিড’ নীতি বজায় আছে এবং যাদের দেহেই কোভিড শনাক্ত হচ্ছে, তাদেরকে হয় কোয়ারেন্টিনে নয়তো হাসপাতালে যেতে হচ্ছে।

আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে সরিয়ে নেওয়ার সম্ভাবনার পাশাপাশি আক্রান্তরা যেখানে থাকতেন, সেখানে ফের লকডাউন দেওয়ার নিয়মও চালু থাকছে।

লকডাউনে শহরটির অনেক বাসিন্দার আয় কমেছে; অনেককেই খাবার সংগ্রহে এবং দীর্ঘ বিচ্ছিন্নবাসের সঙ্গে মানসিকভাবে মানিয়ে নিতে হিমশিম খেতে হয়েছে।

কর্মীরা কারখানা থেকে দূরে থাকায় কিংবা কারখানায় অবস্থান করলেও কোভিড ও শনাক্তকরণ প্রটোকল মেনে ‘ক্লোজ লুপে’ কাজ করায় পশ্চিমা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানের ওপর টানা বিধিনিষেধের নেতিবাচক প্রভাব পড়েছে।

বিধিনিষেধ শিথিল হওয়ায় বুধবার থেকে সব ধরনের গণপরিবহন চালু হয়েছে; বড় বড় দোকানগুলোকে ধারণক্ষমতার ৭৫ শতাংশ নিয়ে খুলতে বলা হয়েছে। অবশ্য সিনেমা হল, জাদুঘর ও জিমনেসিয়াম বন্ধই থাকছে। অধিকাংশ শিশুকে স্কুলে মুখোমুখি ক্লাসেও যেতে হবে না।

এখনকার নিয়ম অনুযায়ী, নিজের বাড়ির আঙ্গিনা বা ভবন ছাড়তে এবং বেশিরভাগ স্থানে প্রবেশের ক্ষেত্রে সাংহাইয়ের বাসিন্দাদের ‘সবুজ স্বাস্থ্য কোড’ দেখাতে হবে।

 

সাংহাই থেকে বের হওয়ার ক্ষেত্রে অবশ্য বিধিনিষেধ আগের মতোই থাকছে।

যারাই অন্য শহর থেকে ঘুরে আসবেন, শহরে ঢোকার পরপরই তাদেরকে ৭ থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হবে।

অর্থনীতি পুনরুজ্জীবিত করতে শহরটি ৫০ দফা পরিকল্পনা হাতে নিয়েছে।

কর্তৃপক্ষের নেওয়া নতুন ব্যবস্থার মধ্যে গাড়ি ক্রেতাদের কিছু কর কমানো, স্থানীয় সরকার বন্ড ইস্যু ত্বরান্বিত করা এবং ভবন প্রকল্পগুলোর দ্রুত অনুমোদনও স্থান পেয়েছে।