শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

উদীচীর ২২তম সম্মেলনের উদ্বোধন

পাঠ্যপুস্তকে অপসংস্কৃতি ঢুকে গেছে, বিজ্ঞানকে ভূলুণ্ঠিত করার জন্য উঠেপড়ে লেগেছে

পাঠ্যপুস্তকে অপসংস্কৃতি ঢুকে গেছে, বিজ্ঞানকে ভূলুণ্ঠিত করার জন্য উঠেপড়ে লেগেছে

‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’— স্লোগানে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২২তম সম্মেলন।

রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন হয়।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ধর্ম অবমাননার অভিযোগে কারাভোগ করা মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানশিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল। উদ্বোধনী বক্তবে তিনি বলেন, ‘পাঠ্যপুস্তকে অপসংস্কৃতি ঢুকে গেছে। বিজ্ঞানকে ভূলুণ্ঠিত করার জন্য উঠেপড়ে লেগেছে।’

 

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. শফিউদ্দিন আহমেদ, সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, নাট্যজন মামুনুর রশীদ, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কবি গোলাম কিবরিয়া পিনু এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়কারী নিখিল দাস।

সভাপতির বক্তব্যে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সফিউদ্দিন আহমেদ বলেন, মানুষের সবচেয়ে বড় গুণ, সে সমাজকে এগিয়ে নিয়ে যাবে প্রগতির দিকে। উদীচী মনে করে, মানুষের মুক্তির জন্য উদীচীর আবির্ভাব। উদীচীর কোনো ভয় নেই।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, রাষ্ট্রের অসাম্প্রদায়িক চরিত্রে পরিবর্তন আনতে হবে। আর এ পরিবর্তন বিজ্ঞান শিক্ষার কথা বলবে। এ পরিবর্তনে একটি সাংস্কৃতিক জাগরণ দরকার, যার নেতৃত্ব দেবে রাজনৈতিক দলগুলো। নইলে রাষ্ট্র অসাম্প্রদায়িক হবে না।

আলোচনা অনুষ্ঠানের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মহানগর নাট্যমঞ্চ থেকে যাত্রা করে গোলাপ শাহ মাজার হয়ে জিপিও মোড় ঘুরে আবার নাট্যমঞ্চে ফিরে আসে।