শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

বাজেট প্রতিক্রিয়া

পুনরায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাবণা শিক্ষাকে পণ্যে রূপান্তরের রাষ্ট্রীয় স্বীকৃতি —ছাত্র ইউনিয়ন

কর প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি


পুনরায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাবণা শিক্ষাকে পণ্যে রূপান্তরের রাষ্ট্রীয় স্বীকৃতি —ছাত্র ইউনিয়ন

২০২২-২০২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজের উপরে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। গত বছর একই ভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উপরে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাবনা এসেছিল পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনায় তা স্থগিত হয়। এর আগে ২০১০ এবং ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে ভ্যাট আদায়ের পায়তারা করা হলেও সাধারণ শিক্ষার্থীদের দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে সরকার ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হয়।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ১৫ শতাংশ কর আরোপের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রেজোয়ান হক মুক্ত এবং সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস এক যৌথ বিবৃতিতে বলেন, "বার বার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উপরে ট্যাক্স এবং ভ্যাট আরোপের পায়তারা করেছে সরকার। এই ট্যাক্স আরোপের প্রস্তাবনা শিক্ষাকে পণ্যে রূপান্তরের রাষ্ট্রীয় স্বীকৃতি। সাধারণ শিক্ষার্থীরা বার বার সেই অনৈতিক প্রস্তাবনার বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। অতীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখাবে এই কর প্রত্যাহারে সরকারকে বাধ্য করেছিলো, পূর্বের ন্যায় এবারো সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংগ্রাম অব্যহত থাকবে।"

অবিলম্বে প্রস্তাবিত ১৫ শতাংশ কর প্রত্যাহার করা না হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়ে দূর্বার ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে ছাত্র স্বার্থ বিরোধী সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।