শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

আবারও বাড়ল উড়োজাহাজের জ্বালানির দাম

আবারও বাড়ল উড়োজাহাজের জ্বালানির দাম

দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ৫ টাকা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয়েছে ১১১ টাকা। নতুন দাম ইতিমধ্যেই কার্যকর হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

নতুন দাম কার্যকর হয়েছে ১০ জুন থেকে। সর্বশেষ গত ১৭ মে জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৬ টাকা বেড়ে উড়োজাহাজের জ্বালানির দাম হয়েছিল ১০৬ টাকা প্রতি লিটার।

বিপিসি সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই রুটের ফ্লাইটের ক্ষেত্রেই দাম বেড়েছে জেট ফুয়েলের। দাম বাড়ানোর পর বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েল কিনতে খরচ হচ্ছে ১১১ টাকা। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১১ টাকা।

গত ৭ এপ্রিল জেট ফুয়েলের দাম বেড়ে হয় ১০০ টাকা। ঠিক ৩৯ দিনের মাথায় আবার বাড়ানো হয় উড়োজাহাজের জ্বালানির দাম। গত ১৭ মে ৬ টাকা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয় ১০৬ টাকা। বিপিসির নতুন নির্ধারিত দাম ১০ জুন থেকে কার্যকর হয়েছে।

 

এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা হয়। এক মাস আগে ৯ ফেব্রুয়ারি জ্বালানিটির দাম ৭৩ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছিল। গত বছরের ডিসেম্বর ও আগস্টেও দাম বাড়ানো হয়েছিল। ২০২১ সালের এপ্রিলে জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ৬১ টাকা।

ফ্লাইট পরিচালনা ব্যয়ের একটা বড় অংশ নির্ভর করে জেট ফুয়েলের দামের ওপর। জেট ফুয়েলের দাম বাড়লে এয়ারলাইনস পরিচালনার খরচও বেড়ে যায়। এর জেরে বাড়ে টিকিটের দাম।

করোনা মহামারির এই দুই বছরে জেট ফুয়েলের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তার প্রভাব পড়েছে টিকিটের দামে। ঢাকা থেকে যশোরের টিকিটের দাম যেখানে তিন হাজারের ঘরে ছিল, সেখানে এখন তা পাঁচ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।