শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

বালুকাবেলা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত

বালুকাবেলা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের চট্টগ্রাম জেলার বালুকাবেলা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রগতিশীল সংগঠক জাহেদ হোসনকে সভাপতি ও সাংস্কৃতিক বিজ্ঞানমনস্ক ডা. সুমন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ১৭ই জুন শুক্রবার চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীতে বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলে আয়োজিত সম্মেলনে এই কমিটিন গঠন করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, খেলাঘরের মূল লক্ষ্য একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা। খেলাঘর শিশু-কিশোরদের সুস্থ দেহ ও মন গঠন, সাহিত্য-সংস্কৃতি, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির চর্চা এবং সৃজনশীল কাজের মধ্য দিয়ে প্রতিভার বিকাশ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষার প্রসারে কাজ করে। খেলাঘর শিশুর মানসিক বিকাশ, শিশুর অধিকার প্রতিষ্ঠা ও লিঙ্গ বৈষম্য দূরীকরণে কাজ করে যাচ্ছে। ১৯৫২ সালের পর থেকে এখনো পর্যন্ত ধারাবাহিক শিশু-কিশোর আন্দোলন চালিয়ে যাচ্ছে খেলাঘর। বালুকাবেলা খেলাঘর আসর সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মোরশেদ আকতার চৌধুরীর সভাপতিত্বে ও আসরের সংগঠক বাবুল দাশের সঞ্চালনায় সম্মেলনে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি অনুষদের প্রাক্তন চেয়ারম্যান  ড.জিনোবোধি ভিক্ষু,খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সদস্য  অধ্যাপিকা রোজি সেন, খেলাঘর চট্টগ্রাম মহানগরের প্রেসিডিয়াম সদস্য বিশ্বজিত বসু, একাডেমি ল্যাবরেটরি স্কুলের সম্মানিত শিক্ষক সুশান্ত দাশ( মানিক)।

সম্মেলনের শুরুতে ২টি ক্যাটাগরিতে চিত্রাংকন ও গানের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।বক্তৃতা শেষে সুরপঞ্চম সংগীত নিকতনের পক্ষ থেকে সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।

এরপর অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

বক্তারা আরো বলেন, শিশু-কিশোরদের সুস্থ ধারায় বিকশিত করতে প্রয়োজন শক্তিশালী খেলাঘর আন্দোলন। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার লক্ষ্যে একটি দেশপ্রেমিক প্রগতিশীল, মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগারিক হিসেবে নবপ্রজন্ম গঠনে খেলাঘরের কাজকে বিস্তৃত করার বিকল্প নেই। বালুকাবেলা খেলাঘর আসর অতীতের ধারাবাহিকতায় একটি বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে খেলাঘর আন্দোলনকে সামনের দিকে এগিয়ে ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।