শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি

রাজধানীর দক্ষিণখানের কসাইবাড়ীতে অবস্থিত একই মালিকানাধীন ইন্ট্রাকো ফ্যাশন লিঃ ও ইন্ট্রাকো ডিজাইন লিঃ তাদের শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস আজও পরিশোধ করেনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী মে মাসের বেতন ১৫ জুন পরিশোধ করার কথা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের চুক্তি ভঙ্গকারী মালিককে ধরে এনে আগামীকাল ৩ জুলাই পাওনা পরিশোধ না করলে কঠোর আন্দোলন করে পাওনা আদায় করা হবে মর্মে হুশিয়ারি উচ্চারণ করেন শ্রমিক নেতৃবৃন্দ।

ইন্ট্রাকো ফ্যাশন লিঃ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শ্রমিকনেতা মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মন্টু ঘোষ, কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন, কে এম মিন্টু, সহ সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, ইন্ট্রাকো ডিজাইন লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মোঃ দুলাল মিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ইন্ট্রাকো ফ্যাশন লিঃ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ ও অর্থ সম্পাদক মোঃ সোহেল রানা।