মায়ানমারে গণতন্ত্রপন্থীদের সামরিক আদালতে বিচারের নামে প্রহসন বন্ধের দাবীতে বাম ঐক্যের বিক্ষোভ

মায়ানমারে গণতন্ত্রপন্থীদের সামরিক আদালতে বিচারের নামে প্রহসন বন্ধের দাবীতে বাম ঐক্যের বিক্ষোভ

‘মায়ানমারে গণতন্ত্রপন্থীদের সামরিক আদালতে বিচারের নামে প্রহসন বন্ধ কর ও মায়ানমারের গণতন্ত্র ফিরিয়ে দাও’ এই দাবীতে গণতান্ত্রিক বাম ঐক্য প্রতিবাদী গণসমাবেশ করেছে।

০১ আগস্ট রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ানমারের গণতন্ত্রপন্থীদের সামরিক আদালতে প্রহসনমূলক বিচার বন্ধের দাবীতে ও বাংলাদেশের রাষ্ট্রীয়নীতিমালা পরিবর্তন করার প্রতিবাদে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন কমরেড আবুল কালাম আজাদ, সমন্বয়কারী, গণতান্ত্রিক বাম ঐক্য ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), জনাব হারুন আল রশিদ খান, মহাসচিব, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), কমরেড সামছুল আলম, সাধারণ সম্পাদক, মজদুর পার্টি, আরো বক্তব্য রাখেন, জনাব কায়সার মনসুর, ক্যাপটেন আইনুল হক। 

নেতৃবৃন্দ বালেন, মায়ানমারের সামরিক শাসকগণ এক সেনা অভুস্থানের মধ্য দিয়ে মায়নমারের গণতন্ত্রকে হত্যা করেছেন। এখন আবার গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের জেনেভা কনভেনশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রহসনমূলক সামরিক আদালতের নামে হত্যা করছে। এর প্রতিবাদ জানাই গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে।

আগামী ০৪ আগস্ট বেলা ১২টার সময় জাতিসংঘের ঢাকাস্থ অফিসে মায়ানমারের গণতন্ত্রপন্থীদের জীবন রক্ষার দাবীতে ও মায়ানমারের গণতন্ত্র ফিরে পাবার দাবীতে বাংলাদশের গণতন্ত্রীমান জনগণের পক্ষথেকে জাতিসংঘের মহাসচিবের বরাবর স্মরকলীপি প্রদান করা হবে।

যদি মায়ানমারের সামরিক জান্তা গণতন্ত্রিপন্থীদের প্রহসনমূলক বিচারের নামে হত্যা অব্যহত রাখে তবে গণতান্ত্রিক বাম ঐক্য বাংলাদেশের গণতন্ত্রি চিন্তার মানুষদের সাথে নিয়ে বাংলদেশস্থ মায়ানমারের দূতাবাস ঘেরাও করা হবে।

বাংলাদেশে কথায় কথায় রাষ্ট্রীয় নীতিমালা পরিবর্তন করা চলবে না। গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে এই দাবী জানানো হয়।