শিরোনাম
কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি শ্রমিক শ্রেণীর অধিকার আদায় ও শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করুন তাপমাত্রা নিয়ন্ত্রণে বাপা’র ৮ দফা দাবী ১লা মে কিভাবে শ্রমিক দিবস হলো?

নওফেলের আশ্বাসে চবিতে অবরোধ স্থগিত

নওফেলের আশ্বাসে চবিতে অবরোধ স্থগিত

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের আশ্বাসে অবরোধ স্থগিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (২ আগস্ট) বেলা সোয়া ১১টায় তারা এ ঘোষণা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের তালা খুলে দিলে দীর্ঘ প্রায় ৩৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

এর আগে রোববার (৩১ জুলাই) মধ্যরাতে ছাত্রলীগের চবি শাখার কমিটি ঘোষণা করলে এ অবরোধ শুরু করেন তারা।

 

এ ব্যাপারে আন্দোলনকারী অর্থনীতি বিভাগের মো. দেলোয়ার হোসেন বলেন, আমাদের নেতা নওফেলের আশ্বাসের ভিত্তিতে আমরা অবরোধ স্থগিত করেছি। তিনি আমাদের বলেছেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে চবির ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্তির ব্যবস্থা করবেন।

 

এ ব্যাপারে কমিটিতে সহ-সভাপতি পদ পাওয়া রকিবুল হাসান দিনার জাগো নিউজকে বলেন, কমিটিতে জ্যেষ্ঠতা রক্ষা করা হয়নি। এখানে বিতর্কিত অনেককে পদ দেওয়া হয়েছে। আমার দাবি, কমিটি পুনর্গঠন করে ত্যাগী নেতাকর্মীদের কমটিতে আনা হোক।

 

তবে দীর্ঘসময় ক্যাম্পাস অচল থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

 

 

অবরোধ স্থগিতের আগে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, তাদের পদ দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই। আমরা তাদের ‘বোঝানোর’ চেষ্টা করছি।

 

এর আগে রোববার মধ্যরাত থেকেই অবরোধ শুরু করেন পদবঞ্চিতরা। এ সময় হলের কক্ষ ভাঙচুর ও সকালে জিরো পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।