শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

চুল কালো করার ঘরোয়া উপায়

চুল কালো করার ঘরোয়া উপায়

প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া সাদা চুল কালো করা যায়।

বর্তমানে কেবল বয়সের জন্যই নয় খাদ্যাভ্যাস, পরিবেশ, আবহাওয়া ইত্যাদি নানান কারণে চুল সাদা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়।

শিবানী’জ অ্যারোমা’র কর্ণধার রূপবিশেষজ্ঞ শিবানী দে প্রাকৃতিক উপায়ে চুল কালো করতে ভেষজ উপাদান দিয়ে মাস্ক তৈরির পদ্ধতি ও উপকারিতা সম্পর্কে জানান।

উপকরণ

নারিকেল তেল ১০০ মি.লি.। আমলকির গুঁড়া ২ চা-চামচ। মেথি গুঁড়া ২ চা-চামচ। কালোজিরা ২ চা-চামচ। কর্পুর গুঁড়া বা কর্পুরের তেল ১ চা-চামচ।

তৈরির পদ্ধতি

লোহার কড়াইয়ে ১০০ মি.লি. নারিকেল তেল নিয়ে এর মধ্যে দুই চা-চামচ আমলকির গুঁড়া ভালো মতো মিশিয়ে নিতে হবে।

এরপরে এর সঙ্গে মেথি ও কালোজিরার গুঁড়া নিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সব উপকরণ ভালো মতো মিশে গেলে এর সঙ্গে এক চা-চামচ কর্পুর গুঁড়া যোগ করতে হবে।

মিশ্রণটি সারা রাত রেখে দিলে এর ঘনত্ব বাড়বে এবং রং অনেকটা কালচে হয়ে আসবে।

এই প্যাকটি যে কোনো পাত্রে রেখে সংরক্ষণ করা যাবে।

ব্যবহার বিধি

প্রাকৃতিক উপাদান রাতারাতি কাজ করে না। মাস্কটি সপ্তাহে দুবার করে নিয়মিত ব্যবহার করতে হবে।

মাথার ত্বক ও সম্পূর্ণ চুলে মাস্কটি ব্যবহার করে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।

উপকারিতা

নারিকেল তেল চুলের স্বাস্থ্য ভালো রাখে। আমলকী, মেথি ও কালোজিরা চুলকে শক্ত ও কালো করতে সহায়তা করে। কর্পুর মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এমনকি উকুনও দূর করে।

এই মাস্ক ব্যবহারে সাদা চুল কালো হবে এবং নতুন চুল গজাবে। এছাড়াও চুলকে মসৃণ ও কোমল করতেও সহায়তা করে।