দেশের অন্যতম শীর্ষ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। তাদের পাঁচটি ইউটিউব চ্যানেলের মধ্যে চারটিই হ্যাকারদের দখলে। চ্যানেলগুলো উদ্ধারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।
হ্যাকার সময় টিভির মূল ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে ‘ইথিরাম ২.০’ রেখেছে। চ্যানেলটিতে এক ঘণ্টা আগে একটি ভিডিও পোস্ট করে হ্যাকার ক্রিপটোকারেন্সিতে সময় টিভি কর্তৃপক্ষের কাছে অর্থ দাবি করে। হ্যাকার প্রতি ক্রিপ্টোকারেন্সির জন্য ৩ হাজার ৩৫০ মার্কিন ডলার দাবি করে।
হ্যাকারের ভিডিওটি প্রকাশের সময় থেকে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১২টার পর চ্যানেলগুলো হ্যাকারদের দখলে যায়। দখলের পর বেশকিছু ভিডিও হ্যাকার চ্যানেল থেকে ‘মুছে দেয়’ বা ‘প্রাইভেট’ করে দেয়।
সময় টিভির ইউটিউব চ্যানেল দেশের শীর্ষ চ্যানেল, তাদের মূল চ্যানেলে ১ কোটি ৭২ লাখ সাবসক্রাইবার রয়েছে।