শিরোনাম
অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র

চট্রাগামে বাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩০ সেপ্টেম্বর ২০২৩ সেমিনারের তারিখ নির্ধারণ


চট্রাগামে বাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)'র উদ্যোগে চট্রগ্রামের সার্বিক পরিবেশ(জলাবদ্ধতা, পাহাড় কাটা, নদী-খাল, জলাশয়- পুকুর ভরাট, দখল ও দূষণ) নিয়ে সেপ্টেম্বর মাসে একটি দিনব্যাপী সেমিনার আয়োজন করার প্রস্তুতি হিসেবে ২৩ আগস্ট, বুধবার একটি মতবিনিময় সভা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল, নূর আহমদ সড়ক(লাভ লেইন মোড়) চট্রগ্রামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যাপক মু. সিকান্দর খান, সভাপতি, বাপা, চট্টগ্রাম জেলা।

উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) চট্টগ্রাম চ্যাপ্টারের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট এর সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সম্পাদক আমিনুর রসুল, মিহির বিশ্বাসসহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পরিবেশ-সামাজিক ও আন্দোলনের সাথে সম্পৃক্ত সংগঠনের নেতৃবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সকলের বক্তব্যে একটি বিষয় সুস্পষ্টভাবে উচ্চারিত হয়েছে, চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশগত বিভিন্ন সমস্যা যেমন;- জলাবদ্ধতা, পাহাড় কাটা, নদী খাল ও জলাশয় ভরাট দখল দূষণ রোধের মাধ্যমে চট্টগ্রামের অমূল্য ঐতিহ্যকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।

সর্বসম্মতিক্রমে চট্টগ্রামেই ৩০ সেপ্টেম্বর ২০২৩ দিনব্যাপী সেমিনারের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ.ম.বখতিয়ার, সাধারণ সম্পাদক, বাপা, চট্টগ্রাম চ্যাপ্টার।