শিরোনাম
কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি শ্রমিক শ্রেণীর অধিকার আদায় ও শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করুন তাপমাত্রা নিয়ন্ত্রণে বাপা’র ৮ দফা দাবী ১লা মে কিভাবে শ্রমিক দিবস হলো?

চট্রাগামে বাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩০ সেপ্টেম্বর ২০২৩ সেমিনারের তারিখ নির্ধারণ


চট্রাগামে বাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)'র উদ্যোগে চট্রগ্রামের সার্বিক পরিবেশ(জলাবদ্ধতা, পাহাড় কাটা, নদী-খাল, জলাশয়- পুকুর ভরাট, দখল ও দূষণ) নিয়ে সেপ্টেম্বর মাসে একটি দিনব্যাপী সেমিনার আয়োজন করার প্রস্তুতি হিসেবে ২৩ আগস্ট, বুধবার একটি মতবিনিময় সভা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল, নূর আহমদ সড়ক(লাভ লেইন মোড়) চট্রগ্রামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যাপক মু. সিকান্দর খান, সভাপতি, বাপা, চট্টগ্রাম জেলা।

উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) চট্টগ্রাম চ্যাপ্টারের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট এর সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সম্পাদক আমিনুর রসুল, মিহির বিশ্বাসসহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পরিবেশ-সামাজিক ও আন্দোলনের সাথে সম্পৃক্ত সংগঠনের নেতৃবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সকলের বক্তব্যে একটি বিষয় সুস্পষ্টভাবে উচ্চারিত হয়েছে, চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশগত বিভিন্ন সমস্যা যেমন;- জলাবদ্ধতা, পাহাড় কাটা, নদী খাল ও জলাশয় ভরাট দখল দূষণ রোধের মাধ্যমে চট্টগ্রামের অমূল্য ঐতিহ্যকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।

সর্বসম্মতিক্রমে চট্টগ্রামেই ৩০ সেপ্টেম্বর ২০২৩ দিনব্যাপী সেমিনারের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ.ম.বখতিয়ার, সাধারণ সম্পাদক, বাপা, চট্টগ্রাম চ্যাপ্টার।