শিরোনাম
অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দীপক শীলের পৈত্রিক ভূমি দখলের চেষ্টা

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দীপক শীলের পৈত্রিক ভূমি দখলের চেষ্টা

গত ১৮ সেপ্টেম্বর, ২০২৩ সোমবার রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীলের পৈত্রিক বাড়ীতে তার বাবা-মা ও বোনকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং জমির দলিল চুরির ঘটনা ঘটেছে। ছাত্রনেতা দীপক শীলসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তার পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা।

 

১৯ সেপ্টেম্বর, ২০২৩ বিকালে ছাত্রনেতা দীপক শীল তার ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘পিরোজপুর থেকে আমার পরিবারকে উচ্ছেদ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

গতরাতে আমাদের বাসায় ডুকে নগদ টাকা, স্বর্নলংকার এবং জমির দলিল চুরি করে নিয়েছে মা-বাবা আর বোনকে অচেতন করে।

কয়েকদিন আগে আমিসহ পরিবারের ৬ জনের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে, যে ঘটনা উল্লেখ করে দেয়া হয়েছে সেদিন আমি পিরোজপুরেই ছিলাম না যা প্রমাণ আমি আদালতে হাজির করেছি।

আমাদের পৈত্রিক জমি দখলের চেষ্টা করছে অনেকেই, এর মধ্যে ১১ টা মিথ্যা দলিল করে নেয়ার চেষ্টা করছে যাহার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। বিভিন্ন ভাবে আমাদের পরিবারের সদস্যদের হুমকি ধামকি দেয়া হচ্ছে।

আমি আমার পরিবার নিয়ে বাংলাদেশ থাকতে চাই এবং আমার পৈত্রিক বসতবাড়িতেই।‘‘

 

গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি এই ঘটনার নিন্দা ও বিচার দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।