শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দীপক শীলের পৈত্রিক ভূমি দখলের চেষ্টা

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দীপক শীলের পৈত্রিক ভূমি দখলের চেষ্টা

গত ১৮ সেপ্টেম্বর, ২০২৩ সোমবার রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীলের পৈত্রিক বাড়ীতে তার বাবা-মা ও বোনকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং জমির দলিল চুরির ঘটনা ঘটেছে। ছাত্রনেতা দীপক শীলসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তার পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা।

 

১৯ সেপ্টেম্বর, ২০২৩ বিকালে ছাত্রনেতা দীপক শীল তার ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘পিরোজপুর থেকে আমার পরিবারকে উচ্ছেদ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

গতরাতে আমাদের বাসায় ডুকে নগদ টাকা, স্বর্নলংকার এবং জমির দলিল চুরি করে নিয়েছে মা-বাবা আর বোনকে অচেতন করে।

কয়েকদিন আগে আমিসহ পরিবারের ৬ জনের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে, যে ঘটনা উল্লেখ করে দেয়া হয়েছে সেদিন আমি পিরোজপুরেই ছিলাম না যা প্রমাণ আমি আদালতে হাজির করেছি।

আমাদের পৈত্রিক জমি দখলের চেষ্টা করছে অনেকেই, এর মধ্যে ১১ টা মিথ্যা দলিল করে নেয়ার চেষ্টা করছে যাহার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। বিভিন্ন ভাবে আমাদের পরিবারের সদস্যদের হুমকি ধামকি দেয়া হচ্ছে।

আমি আমার পরিবার নিয়ে বাংলাদেশ থাকতে চাই এবং আমার পৈত্রিক বসতবাড়িতেই।‘‘

 

গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি এই ঘটনার নিন্দা ও বিচার দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।