শিরোনাম
অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র

যার খোঁজ মিলেছিল ২০০৫ সালে

বিজ্ঞানীদের অভিনব এক আবিষ্কার এইচডি ১৮৯৭৩৩বি

বিজ্ঞানীদের অভিনব এক আবিষ্কার এইচডি ১৮৯৭৩৩বি

বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন বিষয় আবিষ্কার করে চলেছেন। বিজ্ঞানীদের অভিনব এক আবিষ্কার এইচডি ১৮৯৭৩৩বি নামের একটি গ্রহ। যার খোঁজ মিলেছিল ২০০৫ সালেই। সেখানেই আবার নতুন কিছু আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। 

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, বৃহস্পতির মতো এই গ্রহের দেহ থেকে পচা ডিমের মতো দুর্গন্ধ পেয়েছেন তারা। 

মার্কিন সংবাদ সংস্থা এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রহটিতে হাইড্রোজেন সালফাইডের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। উলে­খ্য, হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত।

গবেষণায় দেখা গেছে, সূর্য ও বুধ গ্রহের মধ্যকার দূরত্বের তুলনায় গ্রহটি নিজের কেন্দ্রীয় তারার চেয়ে প্রায় ১৩ গুণ কাছে। আর কক্ষপথ প্রদক্ষিণের বেলায় এটি মাত্র পৃথিবীর দুদিন সমান সময় নিয়ে থাকে। গ্রহটির তাপমাত্রা প্রায় ৯২৭ ডিগ্রি সেলসিয়াস। প্রতি ঘণ্টায় ৮ হাজার ৪৮ কিলোমিটার বেগে বৃষ্টিপাত ও বায়ু প্রবাহিত হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্জন শুধু ভিন গ্রহ সম্পর্কে মানুষের প্রচলিত বোঝাপড়াই বাড়ায় না বরং ভিন্ন গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার ক্ষেত্রেও সহায়ক হিসাবে কাজ করতে পারে। 

এদিকে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলেছে, দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বিজ্ঞানীদের নতুন তথ্যও দিচ্ছে গ্রহটি। গ্রহের গঠন প্রক্রিয়ায় বিল্ডিং ব্লক হিসাবে কাজ করা সালফার কীভাবে সৌরজগতের বাইরের বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলে প্রভাব ফেলছে তারও খবর মিলতে পারে এ গবেষণায়। 

গবেষণায় নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির জ্যোতির পদার্থবিদ গুয়াংওয়েই ফু বলেছেন, সেখানে যে হাইড্রোজেন সালফাইডের মতো একটি গুরুত্বপূর্ণ অণু রয়েছে সেটা আমরা জানতাম না। আমাদের অনুমান ছিল, এটা শুধু বৃহস্পতি গ্রহেই থাকতে পারে। তবে আমরা আসলে সৌরজগতের বাইরে একে কখনো শনাক্ত করে দেখিনি। 

তিনি আরও বলেছেন, আমরা এই গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজছি না। কারণ এটা অনেক গরম। তবে এতে হাইড্রোজেন সালফাইড পাওয়ার বিষয়টি অন্যান্য গ্রহে এই অণু খুঁজে পাওয়া ও বিভিন্ন ধরনের গ্রহ কীভাবে গঠিত হয় সে সম্পর্কে আরও তথ্য পাওয়ার সম্ভাবনায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির নতুন এ গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচারে। গবেষকরা কাজ শেষ করতে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এই গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন পানি এবং বেশ কয়েকটি ভারী ধাতুও আবিষ্কার করেছেন। তারা এই গ্রহটির নাম দিয়েছেন হট জুপিটার। 

গ্রহটির অবস্থান পৃথিবী থেকে মাত্র ৬৪ আলোকবর্ষ দূরে হওয়ায় জ্যোতির্বিদরা এর কেন্দ্রীয় তারার সামনে দিয়ে চলে যাওয়ার গতিবিধিও পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন।