০৩ আগস্ট ২০২৪ বিকাল ৫ টায় রাজধানীর উত্তরার মুক্তমঞ্চে ’সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দ’র এক শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে উত্তরায় শহীদ ছাত্র-জনতার জন্য মুখে কালো কাপড় বেঁধে, কালো ব্যাজ ধারণ করে এবং শহীদ ছাত্র-জনতার ছবির প্ল্যাকার্ড নিয়ে অভিভাবকবৃন্দ মুক্তমঞ্চ থেকে আজমপুর রাজউক কমপ্লেক্স ঘুরে মুক্তমঞ্চ পর্যন্ত শোক র্যালী করে। র্যালী শেষে মুক্তমঞ্চে শহীদ ছাত্র-জনতার ছবির পাশে মোমবাতি প্রজ্জ্বলন করে শোক প্রকাশ করেন।
শোক সমাবেশ থেকে আন্দোলনে শহীদদের স্মরণে ‘রবীন্দ্র স্মরণী’র নাম ‘শহীদ স্মরণী’ ঘোষণা করেন এবং সড়কের দু’পাশে ‘শহীদ স্মরণী’ সাইনবোর্ড স্থাপন করেন।
শোক সমাবেশে অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সামিয়া রহমান, তানজিনা আক্তার, খাদিজা তাহেরা, সোহানা সাকি, শালিমা জান্নাত তমা, জুবায়ের ইউসুফ, শরিফ উল আনোয়ার সজ্জন এবং পুলিশের গুলিতে আহত এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র সালমান রাহাত প্রমুখ।
অভিভাবকরা তাদের বক্তব্যে বলেন, ‘উত্তরায় ১৮ এবং ১৯ জুলাই ৩০ এর অধিক ছাত্র-জনতা আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন, এমনকি দশম শ্রেণীর ছাত্রী নাঈমা সুলতানা তার বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেছে, আহত হয়েছে সহস্রাধিক। গতকাল ২ আগস্টও উত্তরার ১১ নং সেক্টরে গুলিতে হতাহত হয়েছে। সন্তানের জীবনের নিরাপত্তার দাবিতে আমরা অভিভাবকরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের সন্তানদের হত্যার বিচার চাই।’
অভিভাবকবৃন্দ আগামীকাল ৪ আগস্ট ২০২৪ বিকাল ৫ টায় মুক্তমঞ্চে অভিভাবকবৃন্দের সংহতি সমাবেশের কর্মসূচী ঘোষণা করেন।