শিরোনাম
অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র

ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

৩০ আগস্ট ২০২৪ বিকাল ৪ টায় রাজধানীর উত্তরার ক্রেভ স্টুডিওতে ‘সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দ’ এর আয়োজনে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে ছাত্র-জনতার অভ্যুত্থানে উত্তরার মুগ্ধ, রিজভী, ফাহমিন, শাকিল, আসিফ, জাহিদ, সাব্বির, নাঈমা, শরিফ, সাইফুলসহ সারাদেশের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

জুবায়ের ইউসুফ এর সভাপতিত্বে এবং শালিমা জান্নাত তমা’র সঞ্চালনায় প্রারম্ভিক আলোচনা উপস্থাপন করেন সামিয়া রহমান। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতন পর্যন্ত আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেন নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের মোহনা, মাইলস্টোন স্কুল ও কলেজের তামিম, আইইউবিএটি এর হিমেল, এশিয়ান ইউনিভার্সিটির সালমান রাহাত, ঢাকা বিশ্ববিদ্যালয় এর তানহা,  ঢাকা কলেজের শরীফ, উত্তরা কমার্স কলেজের ইব্রাহীম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির নুরন্নবী হাসান নীল ও মামুন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্রী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমাও তাঁর আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষার্থীরা তাদের আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করেন।

সভাতে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবকদের মধ্যে থেকে আলোচনা করেন সোহানা, সূচী, তারেক ইনাম।

‘সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দ’ এর সদস্যরা আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা এবং পুনর্বাসন নিয়ে কাজ করছে। সেই কাজের ধারাবাহিকতায় উত্তরায় আন্দোলনে অংশগ্রহণকারীদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়ের সভা আয়োজন করে।