যুব ইউনিয়ন রাজশাহী বিভাগীয় সমাবেশে যুব নেতৃবৃন্দ

কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান

কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান

বাংলাদেশ যুব ইউনিয়ন রাজশাহী বিভাগীয় জোনাল সমাবেশ আজ ৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় রাজশাহী বিভাগীয় জোনাল সম্বনয়ক কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য ফারহানা আক্তার শাপলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজশাহী জোনাল সমাবেশের উদ্বোধন হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, সভাপতিম-লীর সদস্য ত্রিদিব সাহা, সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মো. আমিনুল ফরিদ, যুব ইউনিয়ন বগুড়া জেলার সাবেক সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, রাজশাহী জেলার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম সানি, সিরাজগঞ্জ জেলা কমিটি সভাপতি রেজাউল করিম, বগুড়া জেলার সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, সিরাজগন্জ জেলার সাধারণ সম্পাদক সুজন মিয়া, পাবনা জেলার আহ্বায়ক তমাল তরু, বগুড়া সদর উপজেলার সভাপতি জুথী রানী দাস প্রমুখ।

বিভাগীয় সমাবেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, এ বছর আমাদের প্রিয় বাংলাদেশের মহান স্বাধীনতার ৫২ বছর উদযাপিত হচ্ছে। আজও দেশের ১ কোটি ১০ লক্ষ প্রাতিষ্ঠানিক শ্রমিক, ২ কোটি ৩০ লক্ষ কৃষি শ্রমিক এবং আরো প্রায় তিন কোটি ২০ লক্ষ অন্যান্য পেশার শ্রমজীবী মানুষের কারোর জন্যই রাষ্ট্রীয়ভাবে আর্থিক সামাজিক বা স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত হয়নি। সাধারণ মানুষ ক্রমে আরও নিঃস্ব হচ্ছে। দেশের ৩% লুটেরা ধনির বিপরীতে ৯৭% সাধারণ মানুষ। দেশের এক চতুর্থাংশ কর্মক্ষম মানুষের পূর্ণকালীন কাজের ব্যবস্থা নেই। সরকারি চাকরিতে ৯ লক্ষ ৬৯ হাজার ৪৫১ জন শূন্য পদ রয়েছে। দেশের উচ্চশিক্ষিত যুবদের ৪৭% কাজ নেই। দেশের বিপুল এই কর্মহীন যুবদের সাথে করোনাকালীন পরিস্থিতিতে যোগ হয়েছে আরও কোটি বেকার। বাংলাদেশ অর্থনীতি সমিতি বলছে করোনাকালে প্রায় তিন কোটি মানুষ কাজ হারিয়েছে। কমপক্ষে ১৪ লাখ প্রবাসী শ্রমিক বেকার হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে দেশের ৭২% মানুষের আয় কমেছে।

সমাবেশে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ত্রিদিব সাহা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে জনজীবনের সংকট আরও তীব্র হয়েছে। বিগত দুটি সাধারণ নির্বাচনে দেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি। সরকার ঘনিষ্ঠ লুটেরা শ্রেণি বিদেশে অর্থ পাচারের যেন উৎসব শুরু হয়েছে। বিভিন্ন সংস্থার মতে প্রতি বছর বিদেশে অর্থ পাচারের পরিমাণ প্রায় ৮০ হাজার কোটি টাকা। দেশের অর্থ লুট করে এই সরকার ঘনিষ্ঠ লুটেরা শ্রেণি বিদেশে গড়ে তুলেছে বেগম পাড়া।

যুব সমাবেশে সিপিবি বগুড়া জেলার সিপিবি সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ শুভেচ্ছা বক্তব্যে বলেন, সরকার দেশে লুটপাট কায়েম করেছে এমন অরাজকতায় জনগণের ক্ষোভকে দমন করতে নানা রকম ফ্যাসিবাদী আইন কার্যকর করেছে সরকার। ভোটাধিকারের পর বাক স্বাধীনতা হরণ করতে কার্যকর করেছে সাইবার নিরাপত্তা আইন নামক একটি ফ্যাসিবাদী আইন।

সমাবেশে অন্যান্য নেতৃত্ব বলেন, এমন অবস্থায় লাগামহীন দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, লুটপাটসহ বর্তমান স্বৈরাচারী সরকারের দুঃশাসন রুখে দিয়ে দেশের বিপুল পরিমাণ কর্মহীন যুবদের ঐক্যবদ্ধ করে কর্মসংস্থানের ৯ দফা ও ভোটাধিকারের দাবিতে আন্দোলন গড়ে তোলা ছাড়া এই দেশের জনতার মুক্তির আর কোন বিকল্প পথ নেই।

সভা শষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাবেশ সফল করতে আজ সকাল ৬:৩০ মিনিটে অনুষ্ঠিত কর্মসংস্থান এবং ভোটাধিকারের স্লোগান নিয়ে মিনি ম্যারাথন সদর উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।