শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণে উদীচীর আবৃত্তি সন্ধ্যা

রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণে উদীচীর আবৃত্তি সন্ধ্যা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কিশোর কবি সুকান্ত ভট্টচার্য্য স্মরণে আবৃত্তি সন্ধ্যা আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ। ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ আবৃত্তি সন্ধ্যা। আবৃত্তি হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার—এই ধারণাকে মননে ধারণ করেই এই নিয়মিত আয়োজন করছে উদীচী ঢাকা মহানগর সংসদ।

উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি নিবাস দে-এর সভাপতিত্বে আবৃত্তি সন্ধ্যার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আরিফ নূর। এরপর একে একে আবৃত্তি পরিবেশন করেন উদীচীর বাচিক শিল্পীরা। তাদের আবৃত্তি পরিবেশনার ফাঁকে ফাঁকে আলোচনা করেন উদীচীর নেতৃবৃন্দ। রবীন্দ্র-নজরুল-সুকান্তের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। আবৃত্তি সন্ধ্যায় “এখানে শুকনো পাতায় আগুন জ্বালো” শীর্ষক বৃন্দ পরিবেশন উপস্থাপন করেন উদীচীর বাচিক শিল্পীরা। এটি গ্রন্থনা করেছেন শিশির আচার্য এবং নির্দেশনা দিয়েছেন উদীচী ঢাকা মহানগর সংসদের আবৃত্তি বিষয়ক সম্পাদক শিখা সেনগুপ্তা।

এছাড়া, একক আবৃত্তি পরিবেশন করেন মনীষা মজুমদার, জান্নাতুল ফেরদৌস অনি, শেখ আনিসুর রহমান, নাজমুল আজাদ, শুদ্ধ সত্ত্ব দে, মিছবাহ ফারাজী, সৈয়দা রত্না, অনুপ পোদ্দার, আতিকুজ্জামান মির্জা এবং সুমিত পাল। আবৃত্তি সন্ধ্যা সঞ্চালনা করেন শিখা সেনগুপ্তা। আলোচকরা বলেন, বাংলা সাহিত্যের তিন মহীরুহ রবীন্দ্র-নজরুল-সুকান্তই মূলত বাঙালি জাতির মনন ও চেতনা গঠনে মূল ভূমিকা রেখেছেন। তাদের রচনায় বিভিন্ন সময়ে উঠে এসেছে অসাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াইয়ে কথা। তাদের রচনা বাংলাদেশের মুক্তিযুদ্ধেও বারবার অনুপ্রেরণা জুগিয়েছে। অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত, ধর্মান্ধতামুক্ত সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে উদীচীর সাংস্কৃতিক লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তারও মূল ভিত্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কিশোর কবি সুকান্ত ভট্টচার্য্য-এর রচনা।