জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবিতে টিইউসির সমাবেশ আজ

জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবিতে টিইউসির সমাবেশ আজ

জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে শ্রমিক-কর্মচারীদের মহার্ঘ্য ভাতা প্রদান, শ্রমিকসহ নিম্নআয়ের মানুষের জন্য অতীতের ন্যায় রেশনিং প্রথা চালু এবং সংবিধান ও আইএলও কনভেনশনের সাথে সঙ্গতি রেখে শ্রম আইন সংশোধন ও কার্যকর করাসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ৯ দফা দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র উদ্যোগে আজ ১৭ জুন ২০২২, শুক্রবার, বিকেল ৪টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রখ্যাত শ্রমিকনেতা সহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতৃবৃন্দসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকনেতারা।