শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

হারেজ ফকিরের উপর হামলার প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক সমাবেশ

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি


হারেজ ফকিরের উপর হামলার প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক সমাবেশ

নড়াইলের কালিয়ায় লালন সাধক হারেজ ফকির- এর উপর জামায়াত নেতা ও তার অনুসারিদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা, মারধর, প্রাণনাশের হুমকি এবং সংগীত চর্চার উপকরণ ভেঙ্গে তছনছ করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গত ৩ সেপ্টেম্বর ২০২২ বিকাল ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে বক্তারা বলেন, জামায়াত ও মৌলবাদী শক্তি সরকারের আশ্রয়-প্রশ্রয়ে ভেতরে ভেতরে বিষবৃক্ষে পরিণত হচ্ছে। যার প্রকৃষ্ট প্রমাণ নড়াইলের কালিয়ায় জামায়াতের রোকন এবং আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানের বড় ভাই আলী মিয়ার নেতৃত্বে বাউল সাধক হারেজ ফকিরের উপর হামলা ও তার সংগীতচর্চার যন্ত্রপাতি ভাঙার ঘটনা। তারা সরকারের আঁচলের তলে বসে একের পর এক দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। নেতৃবৃন্দ আরও বলেন, তারা কোথাও সাম্প্রদায়িক হামলা করছে, আবার কোথাও সংস্কৃতি চর্চার অনুষঙ্গগুলি ভাঙচুর, অগ্নিসংযোগ বা লুটপাটে মূল ভূমিকা পালন করছে। এমনকি সংস্কৃতি চর্চার কেন্দ্রগুলোকে ভেঙেচুরে গুড়িয়ে দিচ্ছে, সম্পত্তি দখল করছে। তাই, সময় এসেছে এদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার।

উদীচী কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি প্রবীর সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক জসিম উদ্দিন, নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের সংগঠক আকরামুল হক, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম এবং উদীচীর কোষাধ্যক্ষ বিমল মজুমদার। সমাবেশে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।