নেত্রকোণায় সিপিবি’র সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীতে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

নেত্রকোণায় সিপিবি’র সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীতে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

নেত্রকোণা শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)‘র শান্তিপূর্ণ জনসভায় পুলিশ, ছাত্রলীগ-যুবলীগের হামলা ও সিপিবি কেন্দ্রীয় সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, সদস্য ডা. দিবালোক সিংহ, জলি তালুকদার, জেলা সভাপতি নলিনী কান্ত সরকারসহ অসংখ্য নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে আজ বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকার পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের দুর্নীতি ও ভুলনীতির কারণে দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। এখন তারা অগণতান্ত্রিক আচরণের চরমে পৌঁছেছে। সরকারের এসব দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে কথা বলতে গেলে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। সরকার ভোটারবিহীনভঅবে আাবার ক্ষমতায় আসতে চাচ্ছে। কিন্তু জনগণ তা হতে দেবে না। তদারকি সরকারের অধীনেরই নির্বাচন হতে হবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন। অশুভ শক্তিকে সন্তুষ্ট করে, লুটেরা গোষ্ঠী সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেও সরকারের শেষ রক্ষা হবে না। বক্তারা অবিলম্বে নেত্রকোণায় সিপিবির সমাবেশে হামলাকারী পুলিশ, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের বিচার দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, ঢাকা মহানগর (উত্তর)-এর সভাপতি ডা. সাজেদুল হক রুবেল। সমাবেশ পরিচালনা করেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের নেতা সাইফুল ইসলাম সমীর।

সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ সমাবেশে ন্যাক্কারজনক হামলা করে অতীতেও কোন স্বৈরাচারী সরকার টিকে াকতে পারেনি। বর্তমান আওয়ামী সরকারও পারবে না। সরকারের নানা ব্যর্থতায় জনগণ বেসামাল হয়ে পড়েছে। মানুষ আজ সরকারের এসব কর্মকা-ের ফুসে উঠেছে। সুতরাং হামলা, মামলা, বাধা প্রদান করে জনগণের দাবিকে পাশ কাটানো যাবে না।

নেতৃবৃন্দ দেশব্যাপী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।