শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন।

গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিনজন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ রাষ্ট্রপতি সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, রাষ্ট্রপ্রধান নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, নতুন বিচারপতিদের নিয়োগের ফলে আপিল বিভাগের অনিষ্পন্ন মামলা নিষ্পত্তিতে গতি আসবে।

তিনি আশা করেন যে বিচার বিভাগের ভাবমূর্তি ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারপতিগণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, কোভিড-১৯-এর মতো দুর্যোগ মুহূর্তেও জনগণ যাতে ন্যায়বিচার পায় সে ব্যাপারে বিচার বিভাগকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।